North24Paragana1

Dec 08 2023, 14:29

*রেলের কাজ করতে গিয়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট এক চুক্তিভিত্তিক কর্মী*

উত্তর ২৪ পরগনা: শুক্রবার দুপুরে নৈহাটি স্টেশনের চারনম্বর প্লাটফর্মে আচমকা কাজ করতে গিয়ে চুক্তিভিত্তিক এক কর্মী আচমকা রেলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্ল্যাটফর্মে পড়ে যায়। যদিও বিদ্যুৎপিষ্ট ব্যাক্তির নাম জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি ও আরপিএফ এর তৎপরতায় প্রথমে নৈহাটি পৌরসভা পরিচালিত মাতৃ সদনে নিয়ে যায়। তারপরে পুলিশেরই তৎপরতায় সুচিকিৎসার জন্য তড়িঘড়ি করে নৈহাটি পৌরসভা পরিচালিত মাতৃসদন থেকে রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

North24Paragana1

Dec 08 2023, 13:18

নদীয়ার তেহট্টে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

নদীয়া:রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে তেহট্টের দেবনাথপুরে। অভিযোগ ওই এলাকার রেশন ডিলার বিমল চন্দ্র সরকার দীর্ঘদিন ধরেই বরাদ্দ রেশন সামগ্রীর তুলনায় কম রেশন দিচ্ছিলেন।

প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি। আজ গ্রাহকদের জানানো হয় চাল এসেছে কিন্তু ময়দা আসেনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। প্রতিবাদে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে যান ফুড ইন্সপেক্টর। ফুড ইন্সপেক্টরকে ঘিরে চলছে বিক্ষোভ।

North24Paragana1

Dec 08 2023, 12:55

আলু চাষে ব্যাপক ক্ষতি , মাথায় হাত কয়েক হাজার কৃষকের

উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়ার পিয়ারা,তেঘরিয়া,শায়েস্তানগর সহ এই এলাকার কয়েক হাজার কৃষক আলু চাষের সাথে যুক্ত।ব্যাঙ্কের লোন বা সমবায় থেকে লোন নিয়ে চাষ করেছিল কৃষকরা। কিন্তু হঠাৎ অকাল বৃষ্টিতে আলু চাষের ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত কৃষকদের। কৃষকদের দাবি সরকার ক্ষতিপূরণ দিয়ে কৃষকদের সাহায্য করুক।

North24Paragana1

Dec 07 2023, 16:51

সীমান্তের গ্রামবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় , কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা

উত্তর ২৪ পরগনা: স্বাধীনতার পর প্রথমবার রাস্তা সংস্কারের পরেও খুশি নয় গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় বিক্ষোভে রাস্তার কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। বসিরহাটের বসিরহাট ১নং ব্লকের শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ পিয়ারাতলা গ্রামের ঘটনা। স্বাধীনতার পর প্রথম ওই রাস্তা সংস্কার করার কাজে শুরু করেছিল উত্তর ২৪ পরগণা জেলা পরিষদ। আর সেখানেই দুর্নীতির অভিযোগ।

জেলা পরিষদের ২ 'কিলোমিটার রাস্তা সংস্কারের জন‍্য বরাদ্দ হয়েছিল ২৪ লক্ষ ৭৫ হাজার ২৭৯ টাকা। প্রথম পর্যায়ে এক কিলোমিটারের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল। ঢাক ঢোল পিটিয়ে রাস্তার শিলান্যাস করা হয়েছিল ৮ মাস আগে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কার করতে গিয়েই ঠিকাদার সংস্থা অত্যন্ত নিম্নমানের কুচো পাথর, খোয়া ও ইট এমনকি সরু সাদা বালি দিয়ে কাজ করছিল। যে পরিমাণ রাস্তা পুরু হওয়ার কথা তা না করে সম্পূর্ণ শিডিউল না মেনে এই কাজ চালাচ্ছিল ঠিকাদার সংস্থা।

এতেই গ্রামবাসীদের ক্ষোভ। তারা জানাচ্ছেন, স্বাধীনতার পর এই প্রথম রাস্তা সংস্কারের করার নামে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে। একটা বর্ষা গেলেই রাস্তার সিমেন্ট সহ স্টোন চিপ্স সব উঠে যাবে। বিক্ষোভ দেখিয়ে তারা রাস্তার কাজ বন্ধ করে দেয়। এই রাস্তা নিয়ে প্রশ্ন করা হলে শাঁকচূড়া-বাগুণ্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা উল্টে জেলা পরিষদের ওপর সব দায় চাপিয়ে দেন। পাশাপাশি তিনি বলেন, "আমি আপনাদের মুখ থেকে শুনলাম রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। সরু বালির বদলে মোটা বালি দিতে হবে ঠিকাদার সংস্থাকে। এই কাজ বন্ধ করা যাবে না। যাতে সুস্থভাবে সরকারি নিয়ম মেনে কাজ হয় তার দায়িত্ব আমাদের।" তাহলে প্রশ্ন হচ্ছে ৮ মাস আগে শিলান‍্যাস হওয়া রাস্তা কেন ৮ মাস পরেও তৈরী হল না? এই প্রশ্ন তুলছেন পঞ্চায়েতের বাসিন্দারা। তাহলে কি প্রশাসন তথা গ্রামবাসীদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই রাস্তার কাজ করছিল ঠিকাদার সংস্থা? না এর পিছনে অন‍্য কোনো অশুভ আঁতাত কাজ করছে।

North24Paragana1

Dec 07 2023, 16:25

যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে দুয়ারের রেশন প্রকল্প

উত্তর ২৪ পরগনা: যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে দুয়ারের রেশন প্রকল্প। প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল পঞ্চায়েতের ২৩০ নম্বর বুথের ঘটনা। রাস্তার ধারেই বাসস্টপের মধ্যেই চলছে দুয়ারের রেশন প্রকল্প। যার ফলে ওই এলাকায় আর কোন বাস থামেনা ওই প্রতীক্ষালয় দেখে। রাজ্যের শাসক দল এবং ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হয়েছিল দুয়ারের রেশন প্রকল্প। বর্তমানে সেই রেশন প্রকল্প রাস্তায় এসে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের কোনরকম সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায়, এই দুয়ারের রেশন বর্তমানে যাত্রী প্রতীক্ষালয় এসে পৌঁছেছে। তাদের আরো অভিযোগ সামনে স্কুল মেন রোড।প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই মানুষ ভিড় জমায়, রাস্তার এপাশ-ওপাশ মিলিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে সাধারণ মানুষ, চাল নেওয়া ব্যাগ রেখে লাইন দেয় আমজনতারা। স্বভাবতই প্রশ্ন উঠছে দুয়ারের রেশন প্রকল্প কেন কোন পঞ্চায়েত অফিস বা বাড়ি ভাড়া করে হয় না, তার সদুত্তর ডিলাররাও দিতে পারেননি।

বেশ কিছু দিন ধরে চলছে এই যাত্রী প্রতীক্ষালয়েই রেশন দেয়া। স্থানীয় মানুষরা অভিযোগ করছে খুব তাড়াতাড়ি যদি সরকারি অফিস বা পঞ্চায়েত অফিস থেকে এই রেশান দেওয়া হয় তাহলে ভালই হবে। অন্যথা রাস্তার ওপরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেই এই যাত্রী প্রতীক্ষালয়ের মধ্যে থেকেই নিতে হবে প্রকল্পের সুবিধা।

North24Paragana1

Dec 07 2023, 09:58

চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা করলো বসিরহাট থানার পুলিশ

উত্তর ২৪ পরগনা: নামকরা কাপড়ের দোকানে চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা করলো বসিরহাট থানার পুলিশ । উদ্ধার ১০ লক্ষ টাকারও বেশি জামাকাপড় । গ্রেফতার সুরোজ কুমার সাউ নামে এক যুবক। বিহারের বাসিন্দা।গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।জামাকাপড় উদ্ধার করে।

গত ৪ তারিখ রাতে চুরি হয় বসিরহাটের পুরাতন বাজার এলাকার নামকরা কাপড়ের দোকানে । গতকাল সকালে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করে দোকান মালিক । এরপরই পুলিশ তদন্তে নেবে এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে চোরকে গ্রেফতার করে পুলিশ । আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

North24Paragana1

Dec 06 2023, 19:39

হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র সুস্থতা কামনায় যজ্ঞ

উত্তর ২৪ পরগনা: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গত সোমবার রাত ৯ টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয় বিধায়ককে। আর তার সুস্থ কামনায় এবার তারই অনুগামীরা পুজোর আয়োজন করেন। এদিন বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাসের তত্বাবধানে সম্পন্ন হয় শিব কালী আরাধনার। বিধায়ক মদন মিত্রের সুস্থতা কামনা করে আয়োজনও করা হয়। যেখানে উন্নয়ন ক্লাবের সদস্যের পাশাপাশি এলাকার মানুষেরাও সামিল হন। যজ্ঞের আয়োজনও করা হয় বিধায়কের সুস্থতা কামনা করে।

এলাকার লোকজনও সামিল হন এই দিনের এই পুজোয়।

সোমবার বিধানসভায় যাওয়ার পর থেকেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল বিধায়কের। বাড়ি ফেরার পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকলেই আর বিলম্ব না করে হাসপাতালে ভর্তি হন বিধায়ক। তার পর থেকেই তার অনুগামীরা সুস্থতা কামনা করেন। এদিন সকাল থেকে একেবারে নির্জলা উপোস করে পুজোর মাধ্যমে কালী পুজো করে আরাধনার আয়োজন করেন উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাস।

North24Paragana1

Dec 06 2023, 19:37

সমবায় সমিতির ভোটে ফের জয়জয়কার বামেদের

উত্তর ২৪ পরগনা: গাইঘাটা শিমুলিয়া পাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হল বামেরা। তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে কোন মনোনয়ন পত্র জমা দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এল বামেদের। ৬ আসন বিশিষ্ট এই সমবায় সমিতির মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বর মাসে, আদালতের নির্দেশে ভোট হওয়ার কথা ছিল আগামী ২৩শে ডিসেম্বর। গতকাল ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।আর এই শেষ দিনে বিরোধী কেউ মনোনয়ন পত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বামেরা। বামেদের এই জয় বাম কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে স্থানীয় বাম নেতৃত্ব।

North24Paragana1

Dec 06 2023, 15:27

কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে এলাকায় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে

উত্তর 24 পরগনা: বাদুড়িয়ার "জগন্নাথপুর পঞ্চায়েত" এর ৫ নম্বর সংসদের উত্তর দিয়ারা,দাসপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের ঘটনা ।

এলাকার মানুষের অভিযোগ-গত পঞ্চায়েত ভোটে জগন্নাথপুর পঞ্চায়েতের ৫ নম্বর সংসদে কংগ্রেস জেতে। কিন্তু পঞ্চায়েত দখল করে তৃণমূল । এই সব এলাকার মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই কারণে পঞ্চায়েত থেকে জল বন্ধ করে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের । বাড়িতে বাড়িতে কলের ট্যাপ আছে কিন্তু জল নেই । ৪ থেকে ৫ কিলোমিটার দূরে গিয়ে জল নিয়ে আসতে হয় গ্রামের মহিলাদের । গ্রামের মানুষের দাবি রাজনীতি ভুলে জলের পরিষেবা অবিলম্বে চালু করা হোক ।

যদিও জগন্নাথপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান-নিতা মন্ডল দাস জানান, এখানে কোন রাজনীতির বিষয় নেই।জল প্রকল্পের কাজ চলছে, ২০২৪ সালের মধ্যে সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে" ।

North24Paragana1

Dec 05 2023, 11:57

মৎস্যজীবীর নৌকা চুরি

উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের জলদস্যুরা চুরি করেছে বলে অনুমান ।সুন্দরবন লাগাওয়া সন্দেশখালীর ঢোলখালীর " ডাসা " নদীর ঘটনা ।প্রতিদিনের মতো সুন্দরবন লাগোয়া বিভিন্ন নদীতে মাছ ধরে বিকেলে নদীর ধারে নৌকা বেঁধে রেখেছিল অপর্ণা মন্ডল ।

আজ সকালে নৌকা নিয়ে মাছ ধরতে যাবে বলে নদীর ঘাটে গিয়ে দেখে নৌকা নেই , বহু খোঁজাখুঁজির পরেও নৌকা পাওয়া যায়নি । সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন অপর্ণা মন্ডল ।

স্বামী প্রেমাংশু মন্ডল শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী , তাই অপর্ণা মন্ডলীই নদীতে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে যেমন তেমন করে সংসার চালাতো। নৌকাটি চুরি হওয়ায় সমস্যায় পড়েছে অপর্ণা মন্ডল ও তার পরিবার ।